মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় দাবদাহে ১৭জনের মৃত্যু

  |   বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮ | প্রিন্ট

কানাডায় দাবদাহে ১৭জনের মৃত্যু

কানাডার কুইবেক প্রদেশে প্রচণ্ড দাবদাহে গত সপ্তাহে ১৭জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২জনই প্রাদেশিক রাজধানী মন্ট্রিয়ালের বাসিন্দা। বুধবার প্রাদেশিক গণস্বাস্থ্য বিভাগের পরিচালক মাইলেন ড্রোইন বিষয়টি নিশ্চিত করেন। সংবাদপত্র দ্য ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে জানায়, গত ৪৮ঘণ্টায় ইস্টার্ন টাউনশিপে অসহনীয় গরমে ৫জন মারা গেছেন।

ড্রোইন জানান, মৃতদের মধ্যে বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। এছাড়া, বেশ কয়েকজন ক্রোনিক অথবা মানসিক সমস্যায় ভোগা রোগীও রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার পর্যন্ত দক্ষিণ কুইবেকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে, আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপ অনুভূত হয়। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বিশেষ তাপসতর্কতা জারি করা হয়েছে। এর আগে, ২০১০সালে মন্ট্রিয়ালে ১শ’র কাছাকাছি মানুষ দাবদাহে মারা গিয়েছিলো।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটবার্তায় বলেন, ‘কুইবেকে দাবদাহে যারা মারা গেছেন তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। রেকর্ড পরিমাণ উষ্ণ তাপমাত্রা মধ্য ও পূর্ব কানাডায় আরও কিছুদিন থাকবে। কাজেই সকলে নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সচেষ্ট হোন।’ এএফপি

Facebook Comments Box
advertisement

Posted ১২:১১ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com