শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একই মঞ্চে মোদি, মমতা ও হাসিনা?

  |   রবিবার, ০৬ মে ২০১৮ | প্রিন্ট

একই মঞ্চে মোদি, মমতা ও হাসিনা?

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে উঠবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ শে মে বিশ্ব ভারতী ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হবে বাংলাদেশ ভবন। সেখানেই একই মঞ্চে থাকবেন তারা তিনজন।  খবর অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এদিন চ্যান্সেলর হিসেবে কেন্দ্রীয় ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সবুজকালি সেন কর্মসূচির বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে শনিবার ভারতের প্রধানমন্ত্রীর অফিস ও বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্মতি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করবেন চ্যান্সেলর। যদি তার অফিস অনুমোদন জানায় তাহলে তিনি পিএইচডি ডিগ্রিও হস্তান্তর করতে পারবেন। এর পরে দু’প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বাংলাদেশ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি আরো বলেন, দুটি অনুষ্ঠানেই আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছি। বিশ্ব ভারতীর কর্মকর্তারা বলেছেন, এবারের সমাবর্তনের একটি বিশেষত্ব আছে। কারণ, ১০ বছর পর এবারই প্রথম এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে সর্বশেষ ২০০৮ সালে এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মনমোহন সিং।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ভবনের নির্মাণ কাজ দেখতে শান্তিনিকেতন সফর করেছেন বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি।  বাংলাদেশ ভবন নির্মাণের খরচ বহন করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ভবনে থাকবে জাদুঘর, অডিটোরিয়াম, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র- তাতে প্রাধান্য পাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও থাকবে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্কের বিষয়। আমাদের সময়.কম

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪৬ | রবিবার, ০৬ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com