শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসি গঠন প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়নি ,ওবায়দুল কাদের

  |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

ইসি গঠন প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়নি ,ওবায়দুল কাদের

সডক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় নতুন নির্বাচন কমিশন গঠিত হয়নি। এতে জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে৷

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি বিশিষ্ট জনদের মতামত নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এরপরেও বিএনপির দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়৷ তারা বিচার মানবে তালগাছও চেইবে- এই নীতিতে বিশ্বাসী৷ তবুও আমি বিশ্বাস করি বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে৷

বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা ব্রিজ নির্মাণ প্রকল্পে বাংলাদেশ-চীনা কোম্পানির মাঝে এক চুক্তি সাক্ষর উপলক্ষে তিনি এসব কথা বলেন৷ সৌদির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে৷ ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করলে বর্তমানে তারা যে দুর্বল অবস্থায় রয়েছে আগামীতে এর থেকেও আরও বেশি দুর্বল হয়ে পড়বে৷ বর্তমান নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে সেতুমন্ত্রী বলেন, সিইসি গঠনে প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ ছিল না৷

বাংলাদেশের পক্ষে ওই চুক্তিতে সাক্ষর করেন, সডক যোগাযোগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লিউ লিও শান৷ এসময় উপস্থিত ছিলেন, সডক যোগাযোগ ও সেতুমন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এবং সেলিম ওসমানসহ সডক যোগাযোগ ও সেতুমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:২০ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com