বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসিতে মাহবুবের নাম দেয়ার বিষয়টি স্বীকার করেছে বিএনপি

  |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

ইসিতে মাহবুবের নাম দেয়ার বিষয়টি স্বীকার করেছে বিএনপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে মাহবুব তালুকদারের নাম প্রস্তাবের বিষয়টি স্বীকার করেছে দলটি।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদারের নাম প্রস্তাবনার বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে সিইসি কে এম নুরুল হুদাকে নিয়ে নানা অভিযোগ তোলেন মির্জা ফখরুল। এমন পরিস্থিতিতে কমিশনের অন্য সদস্যদের নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল কৌশলে এ প্রশ্ন এড়িয়ে যান।

তিনি বলেন, যেখানে সিইসির বিষয়ে এতো সমস্যা সেখানে অন্য সদস্যদের বিষয়টা কেমন হবে তা তো বুঝতেই পারেন।

বিএনপি নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করবে কি-না জানতে চাইলে মির্জা আলমগীর বলেন, আমরা লিখিত বক্তব্যে জোটের অবস্থান স্পষ্ট করেছি।

এর আগে রাত ৯টা ৫ মিনিটে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে বেগম জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গনি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মাওলানা মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা, বাংলাদেশ পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, ইসলামী ঐক্যে জোটের এম এ রকিব, বাংলাদেশ মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:২৯ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com