বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লী‌গের খেলার সামর্থ্য শেষ: আলাল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

আ.লী‌গের খেলার সামর্থ্য শেষ: আলাল

আওয়ামী লীগের খেলার সামর্থ্য আর বাংলাদেশ নাই, তাদের খেলার সমর্থ শেষ বলে মন্তব‌্য করেছেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার (০৬ মার্চ) বিকেলে ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবা‌দি মু‌ক্তিযোদ্ধা প্রজন্মর উদ্যোগে ‘বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও স্বা‌ধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর সাহসী ঘোষণাই ছি‌লে তূর্যধ্ব‌নি’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

আলাল ব‌লেন, লুডু খেলা একবার ছক্কা মার‌লে ২য় বার মারতে পা‌রে। ২য় বার ছক্কা মার‌লে তৃতীয়বার মার‌তে পা‌রে তৃতীয়বার ছয় মারলে রেজাল্ট শূন্য হয়। তিন ছক্কায় পোককা হয়। আওয়ামী লীগ ২০০৯/১৪/১৮ তে তিন ছক্কা মেরে পোককা হয়ে গেছে। তাদের খেলার সামর্থ্য আর বাংলাদেশ নাই।

নেতাকর্মী‌দের উদ্দেশে তি‌নি ব‌লেন, ফুটবল খেলার নিয়ম জানেন তো? ৯০ মিনিটের খেলা। ৮৯ মিনিট পর্যন্ত যদি আপনাদের দখলে বল থাকে কোনো আপত্তি নাই। বাকি ১ মিনিটে দুইটা গোল হয়ে যেতে পারে। সুতরাং আপনারা হতাশ হ‌বেন না, হতাশ হওয়ার কিছুই নাই দিন ঘুর‌বেই।

বিএন‌পির এই নেতা বলেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের বংশধর রুপা হকও এ সরকারকে নিয়ে কথা বলেছে। রুপা হক এই সরকারকে বেইমান বিশ্বাসঘাতক বলেছে। তিনি বলেছেন বাংলাদেশ রাষ্ট্রটা একটা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তারা যদি মনে করেন আমাদের জীবনটা কোনোরকমভাবে পার করে দেই। তাহলে এটা ভুল চিন্তা করবেন। আমাদের পরবর্তী প্রজন্মরা একটা সময় আমাদের কবরের সামনে দাঁড়িয়ে জবাবদিহি চাইবে। আমাদের জন্য এই ভবিষ্যৎ কেন তোমরা রেখে গেছ? হাজার রক্তের বিনিময়ে পরিচিত এই দেশ কেন একটা ভাগার দেশে পরিণত করে দিয়ে গেছে। সুতরাং আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা নির্দেশনা উপদেশ ও দিক দেখানোর পথ সেই পথে মুক্তিযুদ্ধের প্রজন্মরা এগিয়ে নিয়ে যাবে।

আলোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন— বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম‌্যান আব্দুল্লাহ আল নোমান, মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সভাপ‌তি ইস‌তিয়াক আ‌জিজ উলফাত, মু‌ক্তি‌যোদ্ধা লে. কর্নেল জয়নাল আব‌দিন, বিএন‌পির স্ব‌নির্ভর বিষয়ক সম্পাদক শি‌রিন সসুলতানা, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল ইসলাম নুর প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৭ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com