শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অভিযানে পাল্টে গেছে রাজধানীর মাদক বিক্রির স্পটগুলোর চিত্র

  |   শুক্রবার, ০১ জুন ২০১৮ | প্রিন্ট

অভিযানে পাল্টে গেছে রাজধানীর মাদক বিক্রির স্পটগুলোর চিত্র

চলমান আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী জোর অভিযানে পাল্টে গেছে রাজধানীর মাদক বিক্রি স্পটগুলোর চিত্র। তেজগাঁও, কারওয়ানবাজার এবং জেনেভা ক্যাম্পে দেখা গেছে সেখানে প্রকাশ্যে ইয়াবা ফেন্সিডিল বিক্রি প্রায় বন্ধ। অভিযানের কারণে গা ঢাকা দিয়েছে মাদক ব্যবসায়ীরা কমেছে মাদকাসক্তদের আনাগোনাও। তবে বিক্ষিপ্তভাবে গাজা বিক্রি করতে দেখা গেছে কয়েক জায়গায়।

প্রায় বন্ধ হয়ে গেছে প্রকাশ্যে ইয়াবা-ফেন্সিডিল বিক্রি। তবে স্থানীয়দের অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে আগেই পালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। তবে হয়রানির শিকার হচ্ছে নিম্ন আয়ের মানুষ।

মাদকের বিরুদ্ধে অভিযানের পরেও দিনে দুপুরে তেজগাঁও রেলষ্টেশনে প্লাটফর্মের জটলাতে আলোচনা ইয়াবা বিক্রি নিয়ে। রেললাইন ধরে গড়ে ওঠা বস্তি ঘেষা চায়ের দোকানে আফসোস করতে থাকে মাদকসেবী। কারণ অভিযানের পর থেকে আর গাজাও পাচ্ছেন না।

অন্য দিকে কাওরানবাজার বস্তিতে গাজা হাতে নিয়ে বিক্রি করতে বসে থাকে মাদক বিক্রেতা।

মাদক বিক্রেতা বলেছেন, অভিযানের পর থেকে ইয়াবা বিক্রি হচ্ছে না। গাজাও পাওয়া যায় খুব কম। এই গাজা টঙ্গি থেকে আনা হয়েছে।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোবা বিরিয়ানির গলিতে এতদিন প্রকাশ্যেই বিক্রি হত ইয়াবা। র‌্যাবের অভিযানের পর জেনেভা ক্যাম্পের চিত্র আর আগের মতো নেই পাল্টে গেছে অনেক।

এসপিজিআরসি’র সাধারণ সম্পাদক শওকত আলী বলেছেন, আগে এই জেনেভা ক্যাম্পে মাদক বিক্রি হতো। তবে অভিযানের দু’দিন আগে থেকেই মাদকের ডিলার ও গডফাদার সকলেই গা ঢাকা দিয়ে পালিয়েছে।

গত ২৪ মে র‌্যাব মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আর পুলিশ কাওরান বাজারে অভিযান চালায়। অভিযোগ আছে অভিযানের আগেই আগাম খবর পৌঁছে যায় মাদক ব্যবসায়ীদের কাছে। আর এতে ব্যহত হচ্ছে মাদকবিরোধী অভিযান।
সূত্র : ডিবিসি নিউজ

Facebook Comments Box
advertisement

Posted ১২:২০ | শুক্রবার, ০১ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com