নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট
চতুর্থ ধাপের নির্বাচনে ৬০ উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।
আজ দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম বলেন, ২৬ জেলার ৬০ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।
Posted ০৮:৪৯ | বুধবার, ০৫ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain