নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ জুন ২০২৪ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন দুই দিন বিরতি দিয়ে আবার বসেছে।
রোববার (৯ জুন) বেলা ১১টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় অধিবেশন শুরু হয়।
অধিবেশনে ২০২২- ২০২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে। আলোচনার শুরুর আগে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
গত বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৪- ২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। টানা চতুর্থবার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি ছিল নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
বাজেট পেশের পর অর্থবিল-২০২৪ উত্থাপন করেন অর্থমন্ত্রী। আগামী ২৯ জুন এই বিল পাস হবে। আর বাজেট পাস হবে ৩০ জুন। বাজেটের ওপর সাধারণ আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সদস্যরা অংশগ্রহণ করবেন।
বাজেটের ওপর ৪০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে একটা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আলোচনা চলবে।
Posted ০৭:৫১ | রবিবার, ০৯ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain