
একে কুদরত পাশা | শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
দিরাই : দি হাঙ্গর প্রজেক্ট-বাংলাদেশ এর ভোটার সচেতনতা ও সক্রিয় নাগরিকত্ব বিষয়ক প্রকল্পের উদ্যোগে নাগরিক সমাজের প্রতিনিধি এবং যুব প্রতিনিধিদের সাথে অবহীতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিকেলে যুবসমাজের প্রতিনিধিরে সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান; পুরো নির্বাচনী এলাকায় প্রার্থীদের তথ্যচিত্র বিতরণ; তরুণদের নিয়ে বিশেষত প্রথম ভোটারদের অনুষ্ঠেয় নাগরিকত্ব কর্মশালা; কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড আয়োজন; সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের জন্য প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ, গবেষণা কাজের জন্য তথ্য সরবরাহসহ মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা হয়।
নাগরিক সমাজের সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবার সাবেক উপ-পরিচালক অ্যাডভোকেট তুরণ মিয়া, দিরাই পৌরসভার মহিলা কাউন্সিলর হেলেনা বেগম, সাহার বানু, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর দিরাই উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু নূর মোঃ নুরুল আজিজ চৌধুরী, সংস্কৃতি ব্যক্তিত্ব মুজিবুর রহমান, শাল্লা সুজনের আহ্বায়ক পি সি দাস, সদস্য সচিব কালপিদ রায়, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, শিক্ষিকা নীলিমা বেগম নীলু, রিম্পী রানী শোক্লবৈদ্য, সুচিত্র রানী দাস, দিরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, ফিরোজ আলী, সিদুল রঞ্জন,মানবেন্দ্র দাস, মুহিউল ইসলাম, আলমগীর হোসেন, নূরুল হক ও রাকিবুর রহমান।
যুবসমাজের সভায় উপস্থিত ছিলেন, মো: দিদার রহমান, আশরাফ উদ্দিন, রনি সরকার, মানবেন্দ্র তালুকদার, আলয় দাস, হৃদয় দাস, ববিতা রানী, দেবী রানী রায়, পপি আক্তার, জুঁই বেগম, কলসুমা বেগম, দিনা বেগম, মাসহুদা আক্তার, ফরহাদ মিয়া, নবীর হোসেন, বিপ্রতনু রায়, মিনহাজ, সজিব মিয়া, মিজানুর রহমান, মওদুদ আহমদ চৌধুরী ও রিদওয়ান ইসলাম।
সভা পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক, কুদরত পাশা ও সামছুল ইসলাম সরদার।
Posted ১১:৪৯ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin