কমলনগর : লক্ষ্মীপুর কমলনগরে উপজেলার চর কালকিনিসহ বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গের পর জেগে উঠা নতুন চর ”চর কাকড়া চর নববী এবং কালকিনি” ভূমিহীন মালিক দের (চর কাকড়া চর নববী ভূমিহীন সমবায় সমিতির(রেজিঃ৪৭৭)এর আওতায় সমিতির পরিচালক নুরুল হুদা মাসুম ও স্থানীয় ইউ পি সদস্য মো: বেলাল মেম্বারসহ উক্ত ভূমির ভূমিহীনদের মধ্যে নুর নবী নান্নু মিয়া গং,কালু মাঝী গং,সুলতান মেম্বার গং,চৌধুরী মাষ্টার গং,আলী হায়দর মেম্বার গং,চেলামুত উল্লাহ গং,দুলাল তালুকদার গং,মামতাজ মেম্বার গং, নুর নবী হাওলাদার গং,মহসিন নং,মুসলিম পন্ডিত গং,ছিদ্দিক মাতাব্বর গং, বেলাল মাতাব্বর গং, জয়নাল আবেদীন সিকদার গং,নুরুল ইসলাম গং,কামাল তহসিলদার গং,রুহুলামিন পিটার গং,আরোব আলী গং, ছাহেদুল হক পাঠোয়ারী গং, তৈয়ব আলী মৃদ্দা গং, আঃ সাত্তার মাষ্টার গং, মতিন মুন্সি গং, পারভেজ মাষ্টার গং,আঃ রব মিয়া গং,ফকরুল পন্ঠিত গংসহ প্রায় ৩ থেকে ৪ শত লোকের উপস্থিতিতে সমিতির দুইটি সাইনবোর্ড ও চার টি লাল পতাকা উঠিয়ে দেওয়া হয়। পরে একটি দোয়া ও মিলাত আয়োজন করেন।
চর কাকড়া চর নববী ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা মাসুম বলেন, নতুন এই চর আমাদের পূর্ব পুষদের সম্পত্তি নদী ভাঙ্গা কারনেই আমরা ভূমিহীন হয়েছি। বর্তমানে নতুন চর উঠায় আমরা এখানে চাষাবাদ করতে পারবো এবং আগামীতে চাষাবাদ করবো।
Like this:
Like Loading...
Related