
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : চার ঘণ্টা ধরে চলমান ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থেমেছে। এরপরই সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উভয় কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করছেন।
এর আগে দুপুর পৌনে ১২টা থেকে রাজধানীর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এতে উভয় কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষকদের প্রচেষ্টায় সবশেষ সংঘর্ষের অবসান ঘটে।
এর আগে সায়েন্সল্যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সায়েন্সল্যাবে পাঁচটি টিয়ারশেল ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপর দুপুর দেড়টায় সংঘর্ষের মধ্যে সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ফলে নিউমার্কেটগামী মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে তীব্র জনদুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
Posted ১১:৪৮ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain