
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পবিত্র ধর্ম ইসলাম বিশৃঙ্খখলা, উশৃঙ্খলতা, নৃশংসতা, কট্টরপন্থা অনুমোদন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার জনগণ পছন্দ করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বিএনপি সেই ধারা অনুসরণ করে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনা করবে।
শনিবার (৮ মার্চ) বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে স্থানীয় আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইমাম ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আলেম ওলামা, ইমামগণ সমাজের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। তারা ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রেখে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধাদান করেন। আদর্শ জাতি গঠনের প্রধান কারিগর। অথচ রাজনীতির কারণে একদিকে আওয়ামী লীগ যেমন আলেম ওলামাদের মিথ্যা অপবাদ দিয়ে নিগৃহীত করেছে। তেমনিই একটি গোষ্ঠী বুঝে না বুঝে ইসলামের নামে অনাকাঙ্খিত কাজ করে দেশে বিদেশে আলেম ওলামা ও মুসলামনদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে তৎপর।
Posted ১৬:০৮ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain