
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ মে ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। আজ রবিবার সকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
তারা বলেছেন, শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আইনের প্রয়োগ ঘটিয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। রাজপথে অবস্থানকালেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে।
আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি বলেও তারা জানান।
তারা হুঁশিয়ারি দেন, যতদিন পর্যন্ত না তাদের সব দাবি পূরণ হবে, ততদিন তারা রাজপথ ছাড়বেন না।
এর আগে, শনিবার রাতে গণদাবির পরিপ্রিক্ষিতে গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আগামীকাল সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
Posted ০৮:০৭ | রবিবার, ১১ মে ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain