
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এ তথ্য জানিয়েছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম।
মুত্তাজুল ইসলাম জানান, বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন ইন্তেখাব চৌধুরী।
আজ বৃহস্পতিবার ইন্তেখাব চৌধুরী তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে।
র্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র। বর্তমান মুখপাত্র আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাহিনীটির অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।
Posted ১০:৪৯ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain