
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে বুধবার (২৩ এপ্রিল) হাজির করা হয় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। এ সময় তার আইনজীবী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করেন, ‘আজকে কোন মামলা? কিছু জানো নাকি?’
জবাবে আইনজীবী বলেন, জানা নাই। তখন ইনু বলেন, আগামী ৮ মে কুষ্টিয়ায় তারিখ রয়েছে। এখানে ৬ মে হাজিরা রয়েছে। ৭ মে একটা মামলায় শ্যোন এরেস্টের ব্যবস্থা করো। যাতে ৮ মে কুষ্টিয়ায় না যাওয়া লাগে। তখন আইনজীবী তাকে আশ্বস্ত করেন।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে এভাবেই আইনজীবীর সঙ্গে আলাপ করেন হাসানুল হক ইনু। এদিন ইনুকে আদালতে হাজির করা হয়। এরপর ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
Posted ০৯:২৮ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain