
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : শুনানি শেষে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় তাকে হাসিখুশি মুখেই যেতে দেখা যায়। নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কারাগারে কেমন নববর্ষ কাটল। এ বিষয়ে শাজাহান খান হেসে বলেন, ‘আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে এটাই তো..।’ এ ছাড়া আদালতে উঠার সময় শাজাহান খান আরও বলেছেন, ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।’
বুধবার (১৬ এপ্রিল) সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার তিন মামলায় শুনানি শেষে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।
শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনেই দাঁড়ান। মনোযোগ দিয়ে শুনানি শোনেন। এ সময় তাকে শুনানির নানা সময়ে হাসতে দেখা যায়। কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাও বলেন তিনি। শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Posted ০৯:২৫ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain