
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এসময় তারা শহীদদের কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে এ কর্মসূচিতে অংশ নেন দলটির নেতারা।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা শ্রদ্ধা নিবেদন করে। এর মধ্যদিয়ে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করে এনসিপি।
এসময় নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
Posted ০৭:৪৭ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain