
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতা বা দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে।’
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের সিয়াম সাধনা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়। রমজানের তাৎপর্য বা ধর্মের মর্মবাণীকে অনুধাবন করেই যেন আমরা সিয়াম সাধনা করি।
রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিয়াম সাধনায় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।
রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
Posted ১৫:৫৮ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain