
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : রাজধানীর শাহজাদপুর এলাকায় সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুর সোয়া বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা মেইলকে বলেন, আগুনের খবর পেয়ে ইতোমধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে এবং তারা কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতর থেকে প্রচুর ধোয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে সড়কের পাশে অবস্থিত হোটেলটিতে আগুনের ঘটনায় দুই পাশের রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের ভোগান্তির কারণে অনেককে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
Posted ০৭:৩১ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain