
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :ছিন্নমূল ও অসহায় পথশিশুদের সঙ্গে প্রথম রোজার ইফতার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ভালো সময়গুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত না। পথশিশুদের সাথে প্রথম ইফতার। সুন্দর হোক ওদের জীবন।
এ সময় শিশুদের মাঝে চকোলেট, ইফতার ও রাতের খাবার বিতরণ করার পাশাপাশি তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল সময় কাটান তিনি।
Posted ১৫:৪২ | রবিবার, ০২ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain