
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বুধবার তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা ১২টা ৮ মিনিটে মোনাজাত শুরু হয়। দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। তিনি প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন।
বুধবার ( সকাল সাড়ে ৯টার দিকে হেদায়াতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে এর তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করের ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা আর অনুবাদ করেন মাওলানা জুবায়ের। পরে আনুমানিক বেলা ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব আয়োজন ও অংশগ্রহণ করে শুরাযয়ি নেজাম অনুসারী মুসল্লিরা।
গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশগ্রহণ করবেন শুরায়ি নেজাম অনুসারীর মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১ মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তাবলিগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।
এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।
Posted ০৬:৪৩ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain