
| শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছোট ভাই নির্মাতা শামস করিম। তার পরিচালনায় বেশ কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। তবে, এই প্রথমবার শামস করিমের পরিচালনায় একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকটির নাম ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষ’। এটি নির্মাণ হচ্ছে আরটিভির জন্য। বর্তমানে নাটকটির দ্বিতীয় লটের শুটিং হচ্ছে বলে জানান মোশাররফ করিম। এই অভিনেতা বলেন, আমার কাছে সব নির্মাতা সমান। তার সঙ্গে আগেও কয়েকটি খণ্ড নাটকে কাজ করেছি।
এবার ধারাবাহিকে অভিনয় করা হচ্ছে। আশা করছি ভালো কিছু হবে।
Posted ১৩:১৯ | শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain