মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১১ জানুয়ারি বিএনপির সঙ্গে গণঅবস্থান কর্মসূচিতে থাকবে গণফোরাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

১১ জানুয়ারি বিএনপির সঙ্গে গণঅবস্থান কর্মসূচিতে থাকবে গণফোরাম

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এ লক্ষ্যে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করছে তারা। এরই ধারাবাহিকতায় ১১ জানুয়ারির বিএনপির সঙ্গে গণঅবস্থান কর্মসূচিতে ঐক্যমত প্রকাশ করেছে গণফোরাম। ওইদিন একই লক্ষ্য নিয়ে মাঠে থাকবে দলটি।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে দলটির সঙ্গে সংলাপ শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির এই নেতা বলেন, আশা করছি, জাতীয় ঐক্যের ভিত্তিতে বর্তমান সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। তারপর দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এ লক্ষ্যে আমরা আন্দোলনে রয়েছি। আশা করি, আমরা এই আন্দোলনে জয়লাভ করব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, আগামী ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেদিন গণফোরাম এই কর্মসূচি পালন করবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।

টুকু বলেন, যারা পরিবর্তন চায় এমন যে সকল দল রয়েছে এবং জনগণের কাছে আবেদন করছি- আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছি, আপনারা রাস্তায় আসেন, এই সরকারকে পরিবর্তন করে একটি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি।

এ সময় গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা আজ থেকে চলমান আন্দোলনের শরীক হলাম। আগামী দিনে সমস্ত জাতীকে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

গণফোরামের শীর্ষ এই নেতা বলেন, আজকের আন্দোলন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দল-মত নির্বিশেষে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। আজকে যে সরকার আমাদের মাথার ওপর চেপে বসেছে, এর হাত থেকে পরিত্রাণ পেতে হবে, এর কোনো বিকল্প নেই।

 

মোস্তফা মোহসীন মন্টু বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের যে নির্বাচন আমরা দেখেছি, এরপর এই সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন কেউ কখনো আশা করতে পারে না। সুতরাং এই চলমান আন্দোলনকে বেগবান করতে হবে এবং জনগণের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা ক্ষমতা দখল করার জন্য নয়, জনগণের ক্ষমতায়ন করার জন্য আন্দোলন করছি।

সংলাপে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, আবদুল হাসিব চৌধুরী ও আইয়ুব খান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির হয়ে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:০৭ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com