শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে:রিজভী

  |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট

সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে:রিজভী

সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছে অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের প্রতিরোধেই তাকে মুক্তি দিতে বাধ্য হবে।’

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, ‘খালেদা জিয়ার জেল হবে, তাকে কারাগারে যেতে হবেই- এমন কথা সরকারের মন্ত্রী-এমপি ও সরকারদলীয় নেতারা বিগত ২ বছর ধরেই বলে আসছেন। রায় ঘোষণার পরও দেখা গেছে, সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্যের সঙ্গে বিচারক ড. আখতারুজ্জামানের আদালতের রায়ের হুবহু মিল রয়েছে।’

তিনি বলেন, ‘মিথ্যা সাজানো মামলায় সাজা দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় বইছে। বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে ঘৃণাভরে তা প্রত্যাখান করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংগঠন।’

‘সরকার প্রধান সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ হয়ে কেবলমাত্র আদালতকে ব্যবহার করে নয়, সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছেন প্রধানমন্ত্রী।’

রায় ঘোষণার পর প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপি এই নেতা বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় দাম্ভিকতার সহিত বলেছেন- কোথায় আজ খালেদা জিয়া। তার এই বক্তব্যে মনে হয়েছে- বেগম জিয়াকে কারাগারে ঢুকিয়ে তিনি আত্মতৃপ্তি পেয়েছেন।’

‘তার বক্তব্যে উল্লাসের সুর ধ্বণিত হয়েছে। প্রতিহিংসার বিচারে সারা দেশ যখন বিষন্ন বেদনায় মুষড়ে পড়েছে তখন প্রধানমন্ত্রীর উল্লাসে সুস্পষ্টভাবে প্রমাণ হয়- বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি ফরমায়েসি রায়।’

আগামী নির্বাচনের ‘বৈতরণী পার করতেই’ খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দাবি করে রিজভী বলেন, ‘কোনো ফর্মুলাতেই আপনার মসনদ রক্ষা করতে পারবেন না। সারা দেশের মানুষ আজ জেগে ওঠেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৪ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com