শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারবিরোধী আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে:রুহুল কবির রিজভী

  |   শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ | প্রিন্ট

সরকারবিরোধী আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে:রুহুল কবির রিজভী

বিএনপির সরকারবিরোধী আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করেন রুহুল কবির রিজভী। কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন সফল হওয়ার পর বিএনপির বিজয়ও অতি সন্নিকটে দেখছেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন কোনো ন্যায্য দাবিতে আন্দোলন কখনো বৃথা যায় না।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ এপ্রিল সংসদে বলেছেন কোটা থাকারই দরকার নেই’। এরপর ছাত্ররা আন্দোলন স্থগিত করেছে।

রিজভী বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের কাছে সরকার যেভাবে মাথা নত করেছে, তাতে যুবক, যুবতী, তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়া, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার ন্যায্য আন্দোলনও বৃথা যাবে না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেই আন্দোলনে বিজয় অর্জিত হবেই।

বিএনপির আন্দোলনে বিজয়ের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেও মনে করেন রিজভী। বলেন বেগম জিয়াকে মুক্ত করতে এবং মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিজয় অতি সন্নিকটে। চক্রান্ত করে বন্দুকের জোরে মানুষের অধিকারকে দমিয়ে রাখা যাবে না।

‘আর বেশি  সময় নেই আপনাদের সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে জনগণ আর অপেক্ষা করবে না।

খালেদা জিয়া মুক্তি না পেলে কী হবে সেই পূর্বাভাসও দেন রিজভী। বলেন নইলে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন এক সাথে সংঘটিত হবে।

বেগম খালেদা জিয়াবিহীন জাতীয় নির্বাচন আর এদেশে অনুষ্ঠিত হবে না, জনগণ তা হতে দেবে না’-বলেও জানিয়ে দেন রিজভী।

প্রধানমন্ত্রীর সমালোচনা

সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন রিজভী। বলেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, জনগণ ভোট দিলে আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আপনি কী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন? আপনি তো নিজের ভোটও নিজেকে দেননি।

দেশ পরিচালনা করতে আপনাদের তো জনগণের ভোটের প্রয়োজন হয় না। আপনাদের মুখে জনগণের নিকট ভোট চাওয়ার কথা রসিকতা ছাড়া আর কিছুই নয়।

বিএনপি নেতার অভিযোগ ভোট ছাড়া আবারও কীভাবে ক্ষমতা ধরে রাখা যায়, সেই পথ নকশা এঁটেই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির মিথ্যা মামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে।

আগামীতে যে আর বিনা ভোটের নির্বাচন শেখ হাসিনা করতে পারবেন না সেটি তিনি উপলব্ধি করেছেন বলেই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তাঁর জোটের এমপিদেরকে দিয়ে নির্বাচন না করানোর জন্য অর্বাচীনের মতো বক্তৃতা করাচ্ছেন।

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে

সরকারের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতির করালগ্রাসে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে বলেও মনে করেন রিজভী।

কুড়িগ্রামে ১০ টাকার চাল নিয়ে মারামারি ও গোলাগুলির বিষয়টি উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে দুর্ভিক্ষ নামে। ৭৪ এর দুর্ভিক্ষের কথা মানুষ এখনও ভুলে যায়নি। কুড়িগ্রামের ঘটনা ৭৪ এর দুর্ভিক্ষেরই আলামত।

ত্যপণ্যসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থান নেই বিদেশি রেমিটেন্স আসা প্রায় বন্ধ বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

রাস্তাঘাট বেহাল দশার কারণে গ্রামের খেটে খাওয়া মানুষগুলোও রিকসা ভ্যান, সিএনজি চালানোসহ যে সকল কাজ করে জীবিকা নির্বাহ করতো, সেটুকুর সুযোগও আজ নেই।

গতবছরের বন্যা ও প্রাকৃতিক দুর্বিপাকে কৃষকের ফসলহানির পর সরকারের সবদিকে ব্যর্থতার কারণে চালের দামসহ সকল খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে মানুষ এখন দুই বেলা দুমুঠো ভাতও পাচ্ছে না।

দেশবাসীকে খালেদার নববর্ষের শুভেচ্ছা

বেগম খালেদা জিয়া দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়েছেন বলেও জানান রিজভী।

দুই দিন আগে আইনজীবীদের একটি দল কারাগারে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দেয়া হয় বলে জানান রিজভী।

‘তিনি আইনজীবীগণদের মাধ্যমে দেশের জনগণ, দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমের সাংবাদিকসহ সকলকে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩৭ | শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com