মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ওপর জাতির কোনো আস্থা নেই : আমির খসরু

  |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

রাষ্ট্রপতির ওপর জাতির কোনো আস্থা নেই : আমির খসরু

_amir_khasru_mahmud_chawdhury

নিজস্ব প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সরকারদলীয়দের প্রস্তাবনা প্রধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জাতির কোনো আস্থা নেই৷ তিনি (রাষ্ট্রপতি) ইসি গঠনে জনগণের প্রস্তাবকে অগ্রাজ্য করে আওয়ামী লীগের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন৷শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যেগে ‘নতুন নির্বাচন কমিশন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মদ আজম খান, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, ন্যাশনাল ডেমেক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ভিপি ইব্রাহীম, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির এবং ইসমাইল হোসেন তালুকদার খোকন৷

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে৷ আগামী জাতীয় নির্বাচন এবং বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সুশীল সমাজ, পেশাজীবীসহ দেশের মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে৷

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে নির্বচনী বহুমূখী প্রকল্প করেছেন সেটা সফল হবে না৷ দলীয় সরকারের অধীনে দলীয় লোকজন, র্যা ব, পুলিশ দিয়ে একতরফা বহুমূখী নির্বাচনী প্রকল্প জনগণ বাস্তবায়ন হতে দেবে না৷ বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনাও দেশের মানুষ সফল হতে দেবে না৷ তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী৷ তারা আদর্শিক আন্দোলন করে৷ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাব।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৫৪ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com