রবিবার ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

যারা আছেন বিএনপির সম্ভাব্য তালিকায়

  |   রবিবার, ২৫ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

যারা আছেন বিএনপির সম্ভাব্য তালিকায়

তিনদিন ধরে টানা বৈঠকের পর দলের মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ তালিকা সংক্ষিপ্ত করে এনেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে মনোনয়ন বোর্ড। এখন চলছে শেষ মুহূর্তের কাটাছেঁড়া।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেশির ভাগ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। এখন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী মিলিয়ে পূর্ণাঙ্গ তালিকা করা হবে। যদিও দুই জোটকে কত আসন দেয়া হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে।

সূত্র জানায়, জোটবদ্ধ ভাবে নির্বাচনের জন্য বিএনপির কাছে ১০০টির মতো আসন দাবি করেছে ২০ দল ও ঐক্যফ্রন্ট। এদের মধ্যে ২০ দলীয় জোটের শরিক জামায়াত ৫১টি এবং অন্য শরিকদের ন্যূনতম দাবি ২০ আসন। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট কমপক্ষে ৩০-৩৫টি আসন চেয়েছে। এ সপ্তাহের মধ্যেই আসন বণ্টন চূড়ান্ত হবে বলে জানা গেছে।

যারা আছেন বিএনপির সম্ভাব্য তালিকায়:

ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৭ মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী / ডা: ফরহাদ হালিম ডোনার, ঢাকা-১৮ মেজর (অব:) কামরুল ইসলাম, ঢাকা-১৯ ডা: দেওয়ান মো: সালাউদ্দিন, ঢাকা-২০ তমিজ উদ্দিন। গাজীপুর-২ এম এ মান্নান/ হাসান সরকার, গাজীপুর- ৩ ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ মরহুম আসম হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ ফজলুল হক মিলন।

নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ জামাল আহমেদ চৌধুরী, নারায়ণগঞ্জ-১ অ্যাডভোকেট তৈমূর আলম/ কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আতাউর রহমান খান আঙ্গুর/ মাহমুদুর রহমান সুমন/ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ মোহাম্মদ গিয়াসউদ্দিন/শাহ আলম, নারায়ণগঞ্জ-৫ আবুল কালাম। রাজবাড়ী-১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ হারুন অন রশীদ। ফরিদপুর-১ শাহ আবু জাফর, ফরিদপুর-২ শামা ওবায়েদ, গোপালগঞ্জ-১ সরফুজ্জামান জাহাঙ্গীর/সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ এম এইচ খান মঞ্জু, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী।

টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ রাবেয়া সিরাজ, টাঙ্গাইল-৫ মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী/নূর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৮ অ্যাডভোকেট আহমেদ আজম খান। জামালপুর-১ রশিদুজ্জামান মিল্লাত/এম এ কাইয়ুম, জামালপুর-২ সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার (শামীম তালুকদার), জামালপুর-৫ ওয়ারেছ আলী মামুন। শেরপুর-২ ব্যারিস্টার হায়দার আলী। শেরপুর-৩ মাহমুদুল হক রুবেল।

মানিকগঞ্জ-১ খোন্দকার আখতার হামিদ ডাবলু/আকবর হোসেন বাবলু, মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম রিতা। মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ-৩ আব্দুল হাই/ কামরুজ্জামান রতন।

মেহেরপুর-১ মাসুদ অরুণ, কুষ্টিয়া-১ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ অধ্যাপক শহীদুল ইসলাম, কুষ্টিয়া-৩ অধ্যক্ষ সোহরাব হোসেন, কুষ্টিয়া-৪ মেহেদী আহমেদ রুমী।

চুয়াডাঙ্গা-১ শামছুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান বাবু, ঝিনাইদহ-১ আবদুল ওয়াহাব, ঝিনাইদহ-২ মশিউর রহমান, ঝিনাইদহ-৪ শহিদুজ্জামান বেল্টু/ সাইফুল ইসলাম ফিরোজ। যশোর-১ মফিদুল হাসান তৃপ্তি, যশোর-৩ তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, যশোর-৬ আবুল হোসেন আজাদ, মাগুরা-১ কবির মুরাদ, মাগুরা-২ অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নড়াইল-১ বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ মনিরুল ইসলাম ও শরীফ খসরুজ্জামান।

বাগেরহাট-১ শেখ ওয়াহিদুজ্জামান দীপু, বাগেরহাট-২ এম এ সালাম, বাগেরহাট-৩ লায়ন ড. ফরিদুল ইসলাম, খুলনা-১ আমির এজাজ খান, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল/ শাহ শরীফ কামাল তাজ।

বরগুনা-১ মতিউর রহমান তালুকদার, বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও নুরুল ইসলাম মনি। পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী-৩ হাসান মামুন, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিমউদ্দিন আলম/ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ জহিরউদ্দিন স্বপন/আকন কুদ্দুসুর রহমান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল-৫ মজিবুর রহমান সারোয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাজাহান ওমর বীরোত্তম, ঝালকাঠি-২ ইসরাত জাহান ইলেন ভুট্টো, পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল।

ময়মনসিংহ-১ সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-৪ দেলোয়ার হোসেন খান দুলু, ময়মনসিংহ-৫ এ কে এম মোশাররফ হোসেন, ময়মনসিংহ-৬ শামছুদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৭ ডা: মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৯ খুররম খান চৌধুরী, ময়মনসিংহ-১০ এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহ-১১ মো: ফখরুউদ্দিন আহমেদ বাচ্চু ও মোর্শেদ আলম।

নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল/সাবেক হুইপ অ্যাডভোকেট আবদুল করিম আব্বাসী, নেত্রকোনা-২ আশরাফ উদ্দিন/ ডা: আনোয়ার হোসেন, নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হিলালী/ দেলোয়ার হোসেন দুলাল, নেত্রকোনা-৪ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান, নেত্রকোনা-৫ রাবেয়া আলী। কিশোরগঞ্জ-১ রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-২ মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-৩ ড. এম ওসমান ফারুক বা তার স্ত্রী, কিশোরগঞ্জ-৪ অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ এহসান কুপিয়া/ শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ শরিফুল আলম।

সুনামগঞ্জ-১ নজির হোসেন, সুনামগঞ্জ-২ মো: নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ নুরুল ইসলাম সাজু/কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেট-২ নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহমিনা রুশদী লুনা, সিলেট-৩ শফি আহমেদ চৌধুরী/ব্যারিস্টার এম এ সালাম, সিলেট-৪ আব্দুল হেকিম/ শামছুজ্জামান জামান/ দিলদার হোসেন সেলিম, মৌলভীবাজার-১ এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মজিবুর রহমান চৌধুরী।

হবিগঞ্জ-২ ডা: এম সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ পৌর মেয়র জি কে গউছ, হবিগঞ্জ-৪ সৈয়দ মুহাম্মদ ফয়সাল।

ব্রাহ্মণবাড়িয়া-১ এস এ কে একরামুজ্জামান সুখন, ব্রাহ্মণবাড়িয়া-২ উকিল আবদুস সাত্তার, ব্রাহ্মণবাড়িয়া-৩ খালেদ মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ এম মুশফিকুর রহমান/ নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া-৫ তকদির হোসেন জসিম।

কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ভাই কে এম মজিবুল হক, কুমিল্লা-৫ শওকত মাহমুদ, কুমিল্লা-৬ মো: আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ আবুল কালাম (চৈতি কালাম), কুমিল্লা-১০ মোবাশ্বের আলম ভূঁইয়া/আবদুল গফুর ভূঁইয়া/মনিরুল হক চৌধুরী। চাঁদপুর-৩ শেখ ফরিদউদ্দিন আহমেদ মানিক, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ বরকতউল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো: শাহজাহান, নোয়াখালী-৬ ফজলুল আজীম, লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদউদ্দিন চৌধুরী অ্যানী।  পূর্ব-পশ্চিম

Facebook Comments Box
advertisement

Posted ২১:২২ | রবিবার, ২৫ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com