শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদের বালি নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু : চার ভাই আটক

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | প্রিন্ট

মসজিদের বালি নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু : চার ভাই আটক

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁঃ  নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিনগর দিঘিপাড়া গ্রামের মসজিদের ছাদ দেওয়ার কাজে বালি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মাহবুদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মৃত দুলাল সরদারের ছেলে আবদুল আজিজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

আটককৃত চার ভাই হলেন, একই গ্রামের মৃত আবজাল মাস্টারের ছেলে রেজাউল করিম (ভুট্টু) (৫৭),  আবু হেলাল (৫০) বেলাল হোসেন (৪৭),  ও মামুনুর রশীদ (৪২) ।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার মহিনগর দিঘীপাড়া গ্রামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য সোমবার দুপুর পৌনে ২ টার দিকে ট্রলিতে বালু করে নেয়া হচ্ছিল। এ সময় জমির ওপর দিয়ে বালু না নেয়ার জন্য মৃত আবজাল হোসেনের চার ছেলে বেলাল, মামুন, রেজাউল ও হেলাল  এতে বাধা দেন। জোহরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে আবদুল আজিজ ও মাহবুদ আলী এ ঘটনার প্রতিবাদ করেন। এ নিয়ে আটককৃত চার ভাইয়ের সাথে তাদের কথা কাটাকাটি ও চরম  বাগবিতণ্ডা শুরু হয়ে যায়।  বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি লাগলে জমি মালিক পক্ষের চার ভাই হামলা চালিয়ে মুসল্লীদের বেধড়ক মারধর করেন। এতে প্রতিপক্ষের বেলাল হোসেন আবদুল আজিজের মাথায় ও মামুন হোসেন মাহবুদ আলীর মাথায় কোদাল ও সুড়কি দিয়ে হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করেন। এতে আবদুল আজিজ ও মাহবুদ আলী মারাত্মক জখম হন।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থায় অবনতি হলে তাদের  রাজশাহীর লক্ষীপুরস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউ তে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২/০৪/২০২২) দুপুরে মাহবুদ আলী মারা যান। এদিকে মাথায় রক্ত জমাট বেঁধে থাকায় আবদুল আজিজের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত আবদুল আজিজের ছেলে মাহফুজুর রহমান জানান, কারো জমির ওপর দিয়ে নয়, গ্রামের রাস্তা দিয়ে মসজিদের জন্য বালু নিয়ে যাওয়ায় ওই চার ভাই আমার বাবা ও দাদার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এর আগেও তারা গ্রামের অনেককেই মারধর করেছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায়  নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদি হয়ে মঙ্গলবার বিকেলে অভিযোগ করলে প্রাথমিক চিকিৎসা শেষে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহীতে আসামীদের আটক করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

 

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৪৪ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com