সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতার স্ত্রী-সন্তানরা

  |   বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতার স্ত্রী-সন্তানরা

২৮০ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে। এরমধ্যে ১৬ আসনে বিএনপি নেতার স্ত্রী ও সন্তানরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব আসনে বিএনপি নেতাদের বয়স বেশী অসুস্থতার কারণে অথবা কোনো কোনো নেতা গুম বা মৃত্যুর কারণে তাদের স্ত্রী-সন্তানদেরও আবার ভাতিজা কিংবা জামাতারাও মনোনয়ন পেয়েছেন। যাদের নামে মামলা রয়েছে, তাদের স্বজনদেরও বিকল্প হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

দলের স্থায়ী কমিটির মৃত সদস্যদের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে শামসুল ইসলাম খানের ছেলে মাইনুল ইসলাম শান্ত। মানিকগঞ্জ-২ আসনে খোন্দকার দেলোয়ারের ছেলে খোন্দকার আখতার হামিদ ডাবলু। যশোর-১ আসনে তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত। গাজীপুর-৩ আসনে আ স ম হান্নান শাহ ছেলে শাহ রিয়াজুল হান্নান। মৌলভী বাজার-৩ আসনে সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া বর্তমানে দলের স্থায় কমিটিতে দায়িত্ব পালন করছেন এসব নেতাদের মধ্যে পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা-৩ রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, ঢাকা-৯ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, কুমিল্লা- খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন, কক্সবাজার-১ সালাহউদ্দীন আহমদের স্ত্রী হাসিনা আহমদ। ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়। সিলেট-২ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।

গাজীপুর-২ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি, মানিকগঞ্জ-৩ আসনে হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রীতা। নওগাঁ-৩ ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ হামিদ সিদ্দিকী, জয়পুরহাট-১ মোজাহের আলী প্রধানের ছেলে মাসুদ রানা অথবা প্রয়াত আবদুল আলীমের ছেলে ফয়সল আলীম, চাঁদপুর-২ নুরুল হুদার ছেলে তানভীর হুদা, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী নাজমুল হোসেন তাপস, নাটোর-১ ফজলুর রহমানের সহধর্মিণী অধ্যাপিকা কামরুন্নাহার শিরিন। ঢাকা-৬ দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। এ ছাড়া দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আখতার এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ। ঢাকা-২ চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমান, পটুয়াখালী-২ শহীদুল আলম তালুকদারের স্ত্রী সালমা আলম, ঢাকা-১৪ সাবেক সাংসদ এসএ খালেকে ছেলে এস এ সিদ্দিক। রুহুল কুদ্দুস তালুকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিনও।

Facebook Comments Box
advertisement

Posted ২১:২৮ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com