সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ফান্দাউক দরবার শরীফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন

কে, এম, শামছুল হক আল-মামুন   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার ফান্দাউক দরবার শরীফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ১০ মার্চ শুক্রবার বাদ জুমা শুরু হয়। এবং ১২ মার্চ রবিবার বাদ ফজর আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। প্রথম দিন শুক্তবার তালিম পূর্বক আগত মুসল্লিদের নসিহত করেন ফান্দাউক দরবারের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর শাহ্ সূফী আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনী পীর সাহেব বলেন- সারা দুনিয়া ব্যাপী মানুষের মধ্যে যে হাহাকার ও আর্থিক সংকট শুরু হয়েছে এর থেকে উত্তরণের একমাত্র উপায় হলো হুকুমতে ইসলাম আবারও কায়েম করে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর পূর্ণ আদর্শ অনুসরণ করা।
তাহলেই কেবল বিশ্ববাসীর মধ্যে শান্তি ও পরকালে মুক্তির আশা করা যায়। মনে রাখবেন আজ পশ্চিমারা নিজেদের আধুনিকতার ছোঁয়ায় জাগতিক জীবনকে উন্নত করলেও আত্মিক ও মানষিক ভাবে তাদের মতো অশান্তিতে আর কেউ নাই। দুঃখের বিষয় হলো আজ মুসলিম বিশ্ব ও আখেরাত থেকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে তাদের চোরাবালিতে আটকে নিজদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে। ইহকাল ও পরকালকে বিনষ্ট করছে। ফলশ্রুতিতে গোটা মুসলিম বিশ্ব আজ নানামুখী বিপর্যয় ও নিপিড়নের স্বীকার হচ্ছে। মুসলমান কেবলমাত্র আল্লাহ ও তাঁর আনুগত্যকেই বরণ করবে জীবনের সকল ক্ষেত্রে। নতোবা সারাবিশ্বে মুসলমান সংখ্যায় বেশি হলেও আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য আসবেনা।
সাধারণত ৯২ শতাংশ মুসলমানের আমাদের বাংলাদেশের অবস্থায় দেখুন। যেই দেশে লক্ষ-লক্ষ মসজিদ মাদ্রাসা অসংখ্য পীর মাশায়েখদের খেদমত দৃশ্যমান। যাদের মাধ্যমে লক্ষ-লক্ষ এতিম অনাথ শিশুরা শিক্ষা দীক্ষা পেয়ে এই দেশের জনশক্তিতে ভূমিকা রাখছে। সেই দেশে কিছু কুচক্রী মহল বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্ত করেই চলেছে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন শিক্ষা কারিকুলাম নিয়ে স্কুল, কলেজ এমনকি মাদ্রাসার সিলেবাস নিয়েও তারা কতটা উদ্ধত আচরণ দেখিয়েছে। আশরাফুল মাখলুকাত মানুষকে বানরের বংশধর বানাতে মরিয়া হয়ে দেশব্যাপী মুসলমানদের তোপের মুখে সরকার এর সংশোধন করার ঘোষণা দিয়েছে। এসব পরিস্থিতির মূল কারণ আমরা মুসলমানরা ঈমানের মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হতে পারিনি।

এ পরিস্থতিতে বাংলাদেশের প্রতিটি হক্কানি দরবারের পীর মাশায়েখ, আলেম-উলামাদের ঐক্যের কোন বিকল্প নেই। ইসলামী দলগুলোর মধ্যে আন্তরিকতা থাকতে হবে। এবং দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

পীর ছাহেব আরও বলেন, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার শিক্ষা দিয়ে থাকেন। এই দরবার শরীয়তের পরীপন্থী কোন কর্মকান্ডকে সমর্থন করেনা। যুগ যুগ ধরে আল্লাহ ও তাঁর রাসূলের পথের সন্ধান দিতে অলি আউলিয়াগণ তরিকতের ময়দানে কঠোর সাধনা করে গেছেন। কোরআন সুন্নাহর আলোকে অলি আউলিয়াগণ জীবন গড়ার উপদেশ দিয়ে গেছেন। একমাত্র আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর সস্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর রেজামন্দি হাসিল করতে এবং আত্মশুদ্ধির জন্য অবশ্যই একজন হক্কানী পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। এর মাধ্যমে বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় এবং রাসূল (সাঃ) এর সুন্নতের অনুসরণের প্রতি মহব্বত তৈরি হবে তখন দেখবেন ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কোন ধরনের অশান্তি, দূর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড খোঁজে পাওয়া যাবে না।
প্রথম দিন শুক্রবার মূল্যবান আলোচনা পেশ করেন আলহাজ্ব মাওঃ পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওঃ আনোয়ার হোসাইন সাইফী, আলহাজ্ব মাওঃ মোশাররফ হোসেন হেলালী, মাওঃ হাফিজ আবু হানিফ আনোয়ারী, মাওঃ আমিনুল ইসলাম চৌধুরী প্রমূখ। উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব মাওঃ মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল-হোসাইনী, পীরজাদা মাওঃ সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, পীরজাদা মাওঃ সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।
Facebook Comments Box
advertisement

Posted ১৬:১৬ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com