মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র দেখছেন রুহুল কবির রিজভী

  |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র দেখছেন রুহুল কবির রিজভী

দুর্নীতি প্রমাণ হলে খালেদা জিয়ার শাস্তি হবেই’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে এটি স্পষ্ট হচ্ছে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা নতুন নতুন ষড়যন্ত্র আঁটছেন।

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন হতে দিবে না।

বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার দলের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছেন। গত শুক্রবারও জার্মানির মিউনিখে শেখ হাসিনা বলেছেন-“প্রমাণ হলে খালেদা জিয়ার শাস্তি হবেই”। সেখানে তিনি আরও বলেন-জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাসহ চলমান বিচারাধীন মামলাগুলো সবই ১/১১-তে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা, কিন্তু বাস্তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাসহ বেশিরভাগই করা হয়েছে ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে। দুদককে ব্যবহার করে এই মামলার চার্জশিটও দেয়া হয়েছে তাদেরই আমলে।’

রিজভী বলেন, ‘যেসব মামলা ১/১১ সরকারের সময় উচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল সেগুলোও তারা পুনরায় চালু করেছে। অথচ একই মামলাতে শেখ হাসিনারও নাম ছিল।’ তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ১/১১ এর সরকার যতগুলো মামলা দিয়েছিল তার তিনগুণ মামলা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তিনি ১৫টি মামলা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন।’

শেখ হাসিনাকে উদ্দেশে রিজভী বলেন, ‘আপনার মামলাগুলো হাওয়ায় উড়ে গেল কিভাবে? প্রধানমন্ত্রী তো আইন মোকাবেলা করে সে মামলাগুলো থেকে মুক্ত হননি। সেই সময়ে বর্তমান প্রধানমন্ত্রীর দুর্নীতির অনেক মামলাতেই স্বয়ং তার ভাই এবং তার দলের তৎকালীন সাধারণ সম্পাদক যেসব বক্তব্য দিয়েছিলেন তা দেশবাসী ভুলে যায়নি। এর চেয়ে বড় সাক্ষী আর কী হতে পারে? কিন্তু ক্ষমতাসীন হয়েই শেখ হাসিনার মামলাগুলি প্রত্যাহার হয়ে গেল কোন যাদু মন্ত্রবলে? ক্ষমতায় থাকলে যে নিজের মামলা তুলে নেয়া যায় এবং অন্যের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের একদলীয় শাসন।’

রাজনৈতিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রারি করার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা চলমান রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৪০ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com