মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি আবারও পেট্রোল বোমার ভয় দেখাচ্ছে,হাছান মাহমুদ

  |   সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

বিএনপি আবারও পেট্রোল বোমার ভয় দেখাচ্ছে,হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, আপনার বক্তব্য আদালতকে হুমকি দেয়ার মতো। সেইসঙ্গে আপনারা নির্বাচনকালীন যে সহায়ক সরকারের দাবি করেছেন, সেটা কখনোই মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে।

সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেছেন খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। এটা আদালতকে হুমকি ও দেশের মানুষকে আবার পেট্রোল বোমার ভয় দেখানো।

তিনি আরও বলেন, ন্যায় প্রতিষ্ঠার জন্যই বিচার করতে হয়। আমরাও চাই বেগম জিয়া বিচারে নির্দোষ প্রমাণিত হোক।

ড. হাছান মাহমুদ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ তাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তৎকালীন পাকিস্তান সরকার যখন ঘোষণা দিয়েছিল উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা, এর প্রতিবাদে বঙ্গবন্ধু (তৎকালীন ছাত্রনেতা) শেখ মুজিবুর রহমান আন্দোলন গড়ে তোলেন। এ কারণে তাকে জেলে যেতে হয়।

তিনি বলেন, এখানেই ষড়যন্ত্র শেষ করেনি পাকিস্তানিরা। তারা আরবি হরফে বাংলা লেখা চালু করার অপচেষ্টা চালায়, কিন্তু সফল হয়নি। বাঙালি গরিব হতে পারে কিন্তু তার ভাষা, সংস্কৃতি বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

অমর একুশে সম্পর্কে তিনি বলেন, এটি আজকে শুধু শোক দিবস নয়। এটি আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতি পেয়েছে। এর জন্য একক কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেইসঙ্গে তিনি ধন্যবাদ জানান কানাডা প্রবাসী দুই বাংলাদেশিকে, যারা এর প্রথম উদ্যোগ নিয়েছিলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহ সভাপতি ড্যানি সিডাক, সাধারণ সম্পাদক নাট্যজন ফাল্গুনী হামিদ প্রমুখ

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৪৩ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com