শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে ডা. জাফরউল্লাহর কোন সম্পর্ক নেই: মির্জা ফখরুল

  |   সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট

বিএনপির সঙ্গে ডা. জাফরউল্লাহর কোন সম্পর্ক নেই: মির্জা ফখরুল

ডা.জাফরউল্লাহ নির্বাচন কমিশনারের প্রশংসা করলেও বিএনপির সঙ্গে জাফরউল্লাহর কোন সম্পর্ক নেই। বিএনপির পক্ষ থেকে কোন মতামত দেওয়ার ক্ষমতা সে রাখে না। এটা তার নিজস্ব মন্তব্য।

 

বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার   দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে ময়মনসিংহে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশনারের তালবাহানা দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না। বিএনপিকে আর মূলা ঝুলানো যাবে না। সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে সরকার বলেছিলো ১০ টাকা কেজি মানুষ চাল পাবে কিন্তু বর্তমান সময়ে ৬০ টাকার নিচে কোন চাল নেই। সয়াবিন তেল হয়েছে ২০০ টাকা কেজি। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করিয়েছে। জনগণ একদিন তার জবাব দিবে।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলমসহ অন্যরা।

 

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু ওয়াহাব আকন্দ। সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিলো উৎসবের আমেজ।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৩৪ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com