মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বর্তমান সরকারের পরির্বতন দরকার : মির্জা ফখরুল

  |   বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

বর্তমান সরকারের পরির্বতন দরকার : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সবচেয়ে বেশি প্রয়োজন বর্তমান সরকারের পরির্বতন। এর পরির্বতন না হলে আজকে জবাবদিহিতা থাকবে না। এক দলীয় শাসন ব্যবস্থায় একটা স্বৈরাচার পাকা পোক্তভাবেভাবে বসে যাবে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নের মাদ্রাসা পাড়া মাঠে গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, একটা স্বৈরাচারী সরকারের পরিবর্তে দেশে যেন গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হয়, দেশে একটা নৈরাজ্য থেকে সুশাসনের মধ্যে আসতে পারে। একটা চরম বিশৃঙ্খলার মধ্যে থেকে যেন একটা শৃঙ্খলার মধ্যে আসতে পারে। উন্নয়নের দিকে দেশ আসতে পারে সে জন্য আমাদের এ সংগ্রাম।
মির্জা ফখরুল আরো বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আজ সকল দল একত্রিত হয়েছে। আজকে ডা. কামাল হোসেনসহ সকল নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন শুধুমাত্র অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার জন্য। আর গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রামে আমরা জয়ী হতে চাই ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে।

বিএনপি ও ২০দলীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে আপনাদের জন্য কাজ করবে। আমরা ক্ষমতায় গেলে এদেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের বা চাকরির ব্যবস্থা করবো। তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করবো। দেশে সুশাসন প্রতিষ্ঠা করবো। আর হিন্দু ও অন্য সম্প্রদাযের মানুষের সমস্যার সমাধানের জন্য আলাদা মন্ত্রনালয় তৈরি করবো। আর সে জন্য আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করে এসব কাজ করার সুযোগ দিন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি মো. আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫২ | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com