রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ববি যখন অ্যাকশন গার্ল জেসমিন

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

bobi
দেওয়ান পারভেজ, 

ঢাকা : সকাল থেকেই অবরোধের খবর সংগ্রহ করতে মাঠে নেমে পড়েছেন সাংবাদিকরা। কারো হাতে ল্যাপটপ, কারো হাতে মাইক্রোফোন আবার কারো হাতে শুধুই কাগজ কলম। উদ্দেশ্য একটাই খবর সংগ্রহ। ককটেল, ভাঙ্গচুর আর অগ্নি সংযোগের খবর। কিন্তু এতো সব হতাশার মাঝে একটু আনন্দের খবর জানাতে থেমে থাকেন না বিনোদন সাংবাদিকরাও।

কথায় আছে মানুষকে হাসানো সবচেয়ে কঠিন। আর সেই কঠিন দ্বায়িত্বটি পালন করতে পিছপা হন না তারা। আজ সোমবার, টানা অবরোধের তৃতীয় দিন। সকাল হতেই ছুটলাম এফডিসিতে। উদ্দেশ্য অবরোধে কতটুকু সচল সিনেমা পাড়া।

কিন্তু এফডিসিতে ঢুকেই হতাশ হতে হলো। টানা অবরোধের কবলে পড়ে শ্যুটিং ফ্লোরগুলো এখন অনেকটাই ফাঁকা। এখানে ওখানে বসে গল্প করে সময় পার করছে চলচ্চিত্রের সহশিল্পীরা। নায়ক নায়িকাদের তো দেখাই নেই। তাই অনেকটা হতাশ হয়ে যখন মেডিকেল সেন্টারের সামনে পৌঁছালাম তখন দেখা হলো এফডিসির জনসংযোগ কর্মকতা হিমাদ্রি বড়ুয়ার সঙ্গে। এফডিসির শূন্য উদ্যান নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে ছবি মুক্তির সংখ্যা একেবারেই কমে গিয়েছে। তাই কলাকুশলিদের মধ্যেও ছবি মুক্তির তাড়া নেই। তাই চিরচেনা এফডিসি এখন অনেকটাই ফাঁকা।’
তিনি আরও বলেন, ‘অবরোধের মধ্যে এফডিসিতে এখনও দুয়েকটি ছবির শ্যুটিং চলছে। আগামী মাসে আরো কয়েকটি ছবির শ্যুটিং শুরু হবে। তখন আবারো ব্যস্ত হয়ে উঠবে এই প্রতিষ্ঠানটি।’
হিমাদ্রি বড়ুয়ার কথা শোনার পর আশায় বুক বেঁধে ডিজিটাল হলের সামনে যেতেই চোখ পড়লো চোট্ট একটা জটলা। আর একটু সামমে এগিয়ে গিয়ে দেখি একজন নারী পুলিশ সদস্য ধাওয়া করেছেন মাস্তান টাইপের একটা লোককে। আমি ভাবলাম লোকটি নিশ্চয়ই অবরোধকারী। কিন্তু কিছুক্ষণ পর আমার ভুল ভাঙ্গলো, পরিচালক ইফতেখার চৌধুরীর কন্ঠে ‘কাট’ শব্দটি শোনার পর। কাছে এগিয়ে গিয়ে দেখি পুলিশরূপী নারীটি আর কেউ নয়, এই সময়ের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নায়িকা ববি।
সাংবাদিক পরিচয় দেওয়ার পর জানালেন, এটা ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ছবির দৃশ্য ছিলো। ছবিতে নিজের চরিত্র সর্ম্পকে ববি বলেন, ‘নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা অ্যাকশনধর্মী ছবি। এই ছবিতে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। এক কথায় বলতে গেলে এখানে আমি অ্যাকশান গার্ল জেসমিন।’  অবরোধের মধ্যে শ্যুটিং করতে কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শ্যুটিং স্পটে আসা যাওয়া নিয়ে কিছুটা শঙ্কা কাজ করে। তবে শ্যুটিং স্পটে থাকা অবস্থায় কোনো ধরণের সমস্যা হয় না।’
আগামী বছরের শুরুতে ববি অভিনীত ‘রাজত্ব’ ছবিটি মুক্তি পাচ্ছে। এ সর্ম্পকে ববি বলেন, ‘রাজত্ব ছবিটির কিছু কাজ এখনও বাকি আছে। শাকিব খানের বিপরীতে আমাকে দর্শক ভালো ভাবেই গ্রহণ করবে বলে আশা করছি।’ পিংকি চলচ্চিত্র প্রযোজিত ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে ববির বিপরীতে আছেন নায়ক সায়মন। এ মুহূর্তের ব্যস্ততা সর্ম্পকে ববি বলেন, ‘সাইমনের বিপরীতে ‘স্বপ্নছোঁয়ায়’ ছবিতে কাজ করছি । আর হাতে আছে বাপ্পীর সঙ্গে ‘আই ডোন্ট কেয়ার, ওয়ান ওয়ে’ ও ইমনের সঙ্গে ‘না বলা ভালবাসা’ ছবিগুলো।’ ববির কথা থেকে স্পষ্ট বুঝতে পারলাম ব্যস্ত সময় পার করছেন তিনি।
তাই আর কথা না বাড়িয়ে, ববির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম এফসিডির ক্যান্টিনে। সেখানে গিয়ে দেখি একেবারেই ক্রেতা শূন্য হয়ে বসে আছে ক্যান্টিনটির কর্মচারীরা।  তাই পাওয়া না পাওয়ার দোলাচলে দুলতে দুলতে অফিসের দিকে পা বাড়ালাম…
Facebook Comments Box
advertisement

Posted ০০:২৮ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com