শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশাসনকে ব্যবহার করে দমন-পীড়ন চালাচ্ছে সরকার: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

প্রশাসনকে ব্যবহার করে দমন-পীড়ন চালাচ্ছে সরকার: প্রিন্স

সারাদেশে প্রশাসনকে ব্যবহার করে সরকার দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, কর্মসূচি পালনে বাধা দিতে চক্রান্ত অব্যাহত রেখেছেন ক্ষমতাসীনরা।

 

আজ(১৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীনভাবে রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচি করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সরকারের মন্ত্রী নেতারা হর-হামেশাই বলেন- দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। বিদেশিদের সামনে তারা বলেন, বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার সর্বাত্মক সহযোগিতা করে থাকে। সরকারের এই বয়ান পুরোই বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত সত্য হলো সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে রাজনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। গণআন্দোলনে ভীত সরকার দমন-পীড়ন চালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানি-প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাণ্ডব সৃষ্টি করছে।

তিনি বলেন, গতকাল দেশব্যাপী মহানগর ও উপজেলা পর্যায়ে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে কর্মসূচি পালনের সময় দেশের বিভিন্ন স্থানে সরকার দমন-পীড়ন চালানো হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি, নিষেধাজ্ঞা আরোপ করে এবং হামলা চালানো হয়।

 

প্রিন্স বলেন, ‘চট্টগ্রামে বিনা উস্কানিতে পুলিশ মিছিল পূর্ব সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর আক্রমন করেছে। লাঠি চার্জ, গুলি, সাউন্ড বোমায় সমাবেশ পণ্ড করে দিয়েছে। সাঁড়াশি অভিযানে ১০ জন গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে পুলিশ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, সদরঘাট থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুর খানকে গ্রেফতার করেছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বাড়িতে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এছাড়া সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের সময় হামলা ও হতাহতের ঘটনা তুলে ধরেন এমরান সালেহ প্রিন্স।

 

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ শামীম ও আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৩৫ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com