বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পল্টন হত্যার মদদদাতারা কেন বিচারের বাইরে: সিপিবি

  |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

পল্টন হত্যার মদদদাতারা কেন বিচারের বাইরে: সিপিবি

পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলার বিচার কেন ১৬ বছরেও শেষ হয়নি সে কারণ জানতে চেয়েছেন দলের নেতারা। একই সঙ্গে এই মামলায় যাদের বিচার চলছে তাদের মদদদাতাদেরকে কেন খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হচ্ছে না সে কারণও জানতে চেয়েছেন তারা।

শুক্রবার রাজধানীর পল্টনে এই বোমা হামলার ষোল বছর পুর্তির দিন এক সমাবেশে এ কথা বলেন সিপিবি নেতারা। পল্টন হত্যাসহ সব বোমা হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই চারজন এবং পরে হাসপাতালে একজন মারা যান। নিহতরা হলেন হিমাংশু, মুক্তার, মজিদ, হাসেম ও বিপ্রদাস। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৪ সালের ২১ আগস্ট ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। কিন্তু রায় ঘোষণা হয়নি এখনও।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পল্টন হত্যার বিচার না হওয়ার কারণেই ২০০৪ সালে আওয়ামী লীগ গ্রেনেড হামলার শিকার হয়।

সিপিবির সমাবেশে বোমা হামলার দায়ে যাদের বিচার চলছে কেবল তাদের সাজা হলেই ন্যয়বিচার হবে না বলেও মন্তব্য করেন সেলিম। তিনি বলেন, ‘শুধু তাদের বিচার করলেই চলবে না। এর বাইরে যারা মদদদাতা আছে তাদের খুঁজে বের করে বিচার করতে হবে। না হলে দেশ সাম্প্রদায়িকতা মুক্ত হবে না।’

সাম্প্রতিক হকার উচ্ছেদের সমালোচনা করে সিপিবি সভাপতি বলেন, লাখ লাখ হকারকে বেকার করে দেওয়া হচ্ছে উচ্ছেদের মাধ্যমে। তিনি বলেন, ‘যারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই করছেন, তাদেরকে উচ্ছেদ কোনভাবেই মেনে নেয়া যায় না।’

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী অসত্য তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেন সেলিম। এই কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীকে উন্মুক্ত স্থানে বিতর্কের চ্যালেঞ্জ জানান সেলিম। তিনি বলেন, তাদের দাবি মানতেই হবে। নইলে গণ আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে প্রকল্প থেকে সরে আসতে।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৫০ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com