রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন আ.লীগের ক্ষমতা কুক্ষিগত করার নামান্তর : দ্য হিন্দু

  |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

the hindu

নয়াদিল্লি, ৯ জানুয়ারি  : বাংলাদেশের একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনকে আওয়ামী লীগের ক্ষমতা কুক্ষিগত করার নামান্তর বলে আখ্যায়িত করেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু।

বৃহস্পতিবার পত্রিকাটির ‘নো রিয়েল উইনার্স ইন বাংলাদেশ’ সম্পাদকীয়তে এই মন্তব্য করা হয়।

দ্য হিন্দু সম্পাদকীয়তে লিখেছে, নয়া দিল্লি বলছে, বাংলাদেশে শেখ হাসিনার এ নির্বাচন ‘সাংবিধানিক নিয়মতান্ত্রিকতা’। তবে দেখতে হবে, এর মাধ্যমে ভালো কোনো উদ্দেশ্য আদায় হচ্ছে কি না। বাস্তবিক অর্থে, এ নির্বাচন ক্ষমতা কুক্ষিগত করার নামান্তর বলে মনে হচ্ছে।

একতরফা নির্বাচন দেশে রাজনৈতিক মেরুকরণ তৈরি করছে উল্লেখ বলা হয়েছে, আওয়ামী লীগের এটা বোঝার সময় হয়েছে যে, ইসলামি মৌলবাদ দমনে তার সংগ্রাম ভালো। কিন্তু তা কেবলই একতরফা নির্বাচনে জয়ী হয়ে দেশে রাজনৈতিক মেরুকরণ সৃষ্টির মাধ্যমে সম্ভব নয়।

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে দ্য হিন্দু লিখেছে, তবে এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ‘কঠোর হাতে’ চলমান বিক্ষোভ-প্রতিবাদ দমনের নির্দেশ দিয়েছেন। কিন্তু তার জানা থাকতে হবে যে, এ ধরনের নির্বাচনের বিশ্বাসযোগ্যতার প্রশ্নটি খু্‌ব সহজে হারিয়ে যাবে না।

মধ্যবর্তী নির্বাচনই সমাধান উল্লেখ করে বলা হয়েছে, বিরোধী দলের সঙ্গে সংলাপে বসতে আমেরিকাসহ কয়েকটি পক্ষের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন যে, বিরোধী দল শুধুমাত্র সহিংসতা এবং সন্ত্রাসবাদ বন্ধ করে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে ত্যাগ করলেই কেবল সংলাপ সম্ভব। এখন এই চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে মধ্যবর্তী নির্বাচন দেয়াটা এর একমাত্র সমাধান বলে প্রতীয়মান হয়ে উঠতে পারে।

সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে বলা হয়েছে, দেশটির নির্বাচন কমিশন বলছে, ৪০ শতাংশের কিছু কম ভোটার ভোট দিয়েছেন। অন্যদিকে, বিরোধী দলগুলোর দাবি, এর চার ভাগের এক ভাগ ভোট পড়েছে। এ সংখ্যা ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৮০ শতাংশ ভোটারের অংশগ্রহণের ধারে কাছেও নেই, যা ওই বছর আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল।

সম্পাদকীয়তে বাংলাদেশ বিষয়ে ভারতকে আরো উদার হওয়ার আহ্বান জানিয়ে লেখা হয়েছে, ভারত যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রতি গঠনমূলক এবং উদারনৈতিকভাবে সাহায্যের হাত বাড়াতে চায়, তবে দেশটিতে চলমান এই অচলাবস্থা নিরসনে শেখ হাসিনাকে আন্তরিকভাবে সাহায্য করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও রাস্তায় সহিংসতা-নাশকতা না চালিয়ে প্রতিবাদ প্রকাশের বিকল্প কার্যকর কোনো উপায় বের করা প্রয়োজন বলেও মন্তব্য করেছে পত্রিকাটি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৩ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com