বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরবচ্ছিন্ন হামলা ও গ্রেফতারে দেশজুড়ে নীরব আতঙ্ক

  |   মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

নিরবচ্ছিন্ন হামলা ও গ্রেফতারে দেশজুড়ে নীরব আতঙ্ক

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে হামলা-মামলা, ভাঙ্গচুর ও সহিংসতার ঘটনায় উত্তপ্ত সারা দেশ। নিরবচ্ছিন্ন হামলা ও গ্রেফতারে দেশজুড়ে নীরব আতঙ্কে মানুষ। নির্বাচনের আবহ সৃষ্টি হওয়ার পর থেকেই ভয়াভহ এই পরিস্থিতির জন্য পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সমর্থন দায়ী করছে বিএনপি। তবে নির্বাচনের এই পরিবেশ নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভী শতাধিক নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার অভিযোগ করেন। এ সময় সারা দেশে অফিস ভাংচুর এবং দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও সহিংসতার বিষয়টি সাংবাদিকদের তুলে ধরেন।

উল্লেখযোগ্য গ্রেফতার ও হামলা :

কুমিল্লা-৫ আসনে বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজারে বিএনপির অফিস ভাংচুর করা হয়। রশিদ মার্কেটের সামনে থেকে প্রচারনার একটি প্রাইভেট গাড়ি পুলিশ জব্দ করে। গাজীপুর-১ আসনে সহকারী পুলিশ সুপার কর্তৃক নির্বাচনী প্রচারনায় বাধা। পুলিশ বিএনপি প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলে। বিএনপি নেতাকর্মীদের নামে বিষ্ফোরক আইনে মিথ্যা মামলা দায়ের করে। এলাকা ছেড়ে যাবার হুমকি দিচ্ছে। নারায়ণগঞ্জ-১ আসনে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাসী ও ভাংচুর করছে। যুবদল নেতা কামাল সহ ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। টাঙ্গাইল-১ আসনে মুসুদ্দী ইউনিয়নে নির্বাচনী অফিসে পুলিশের উপস্থিতিতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মী। মানিকগঞ্জ-১ সদর থানার পুলিশ ৩০ জন নেতাকর্মীকে আসামী করে গায়েবী মামলার প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমসহ নেতাকর্মী ও সমর্থকদের ওপর চলায় আওয়ামী নেতাকর্মীরা। নেতাকর্মীসহ হাফিজ ইব্রাহিম তার বাসভবনে পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা এখনও অবরুদ্ধ হয়ে আছেন। সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে তার ভাইয়ের বাসায় তৈরী প্রধান নির্বাচনী অফিসে যেতে দিচ্ছেনা আওয়ামী নেতাকর্মীরা। ফলে তিনি নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসির সাথে কথা বললে তারা উপরের নির্দেশ নেই বলে কিছু করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। ঢাকা-৪ আসনে ডেমরা এলাকায় ধানের শীষের প্রচারনার সময় ৩ জন মহিলা নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। জুরাইন এলাকায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের গণসংযোগকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা করে। এতে ২০ জনের অধিক নেতাকর্মী আহত হয় এবং প্রার্থী গাড়ি ভাংচুর করা হয়। ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাদল সরদার নি¤œ আদালত থেকে জামিন নিয়ে বাসায় আসার পথে ডিজি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ও ডিবি অফিসে খোজ খবর নেওয়া হলে তারা আটক করার বিষয়টি অস্বীকার করে। ঢাকা-৯ আসনে সকাল ১১ টায় ধানের শীষের প্রার্থী বেগম আফরোজা আব্বাস গণসংযোগ করার সময় খিলগাঁও নবাবী মোড় এলাকায় দুষ্কৃতিকা ।

Facebook Comments Box
advertisement

Posted ২২:০১ | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com