বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফের হোয়াইক্যংয়ে মসজিদে বাচ্চাদের নামাজ প্রশিক্ষণে বাধা, উভয় পক্ষে আহত -২, এলাকায় ক্ষুব্দ প্রতিক্রিয়া 

শামসুল আলম শারেক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট

টেকনাফের হোয়াইক্যংয়ে মসজিদে বাচ্চাদের নামাজ প্রশিক্ষণে বাধা, উভয় পক্ষে আহত -২, এলাকায় ক্ষুব্দ প্রতিক্রিয়া 
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংইউনিয়নের বালুখালী এলাকায় মসজিদে বাচ্চাদের  নামাজ প্রশিক্ষণে বাধা দিয়েছে একমাদক বয়বসায়ী, এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ২ জন আহত হয়েছে বলে জানাগেছে।এব্যাপারে টেকনাফ থানায়  উভয় পক্ষেরপাল্টাপাল্টি অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীও মাদ্রাসা/ মসজিদ কমিটি সংশ্লিষ্ট  অধিকাংশ লোকজনের সাথে কথা বলে জানাগেছে ৯ মার্চ শনিবার ফজরের নামাজের পর হোয়াইক্যং ইউনিয়নের দারুলহুদা আদর্শ বালিকা দাখিল  মাদ্রাসা সংশ্লিষ্ট মসজিদে বাচ্চাদের সাপ্তাহিক  নামাজ প্রশিক্ষণ  কে বাধা দিতে যায়   ঐ এলাকার  মৃত আবুবকের ছেলে আজিম উল্লাহ (৩৫) ও মৃত, আব্দুশুক্ররের ছেলে রওশন আলী(৪৫)।

এসময়  মাদ্রাসা ও মসজিদ কতৃপক্ষের সাথে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে আজিম উল্লাহ  বাড়িতে গিয়ে চাকু নিয়ে এসে হাঁকা বকা করতে করতে মাদ্রাসার পরিচালক মাওঃ জাহাঙ্গীরের বয়োবৃদ্ধ পিতা সৈয়দ আকবর (৬৫) কে চাকু দিয়ে  মাথায় আঘাত করে পালিয়ে যেতে চেষ্টা  করলে কমিটির  লোকজন ক্ষিপ্তহয়ে আজিম উল্লাহ কে ধরে উত্তম মধ্যম দেয়। এঘটনায় আজিম উল্লাহ  নিজেও আহত হয় বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানাগেছে।

এব্যাপারে আজিম উল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করাহলে সে এই প্রতিবেদকে একজন  মসজিদ কমিটির সদস্য দাবী করে  বলেছেন সে তার  ছোট ভাই  মসজিদের ইমাম মাওঃ রহিমউল্লাহর কাছ থেকে জানতে চাই মসজিদে বাচ্চাদের নামাজ পড়ানোর অনুমতি কে দিয়েছে এবিষয় টি আমার ছোট ভাই  মসজিদ কমিটিকে জানালে এ নিয়ে তারা আমার উপর ক্ষিপ্ত  হয়ে ঝগড়া বাধায়।
এঘটনায়  আহত ২ জনই নিজ নিজ উদ্যোগে স্থানীয়ভাবে চিকিৎসা  নেয়ার পর থানায় পাল্টা পাল্টি অভিযোগ  দায়ের করেছে বলে  জানিয়েছে। এঘটনায়  এলাকা ক্ষুব্দ প্রতিক্রিয়া বিরাজ কররছে যে কোন  সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। এব্যাপারে দোষীদে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ  কামনা করেছেন এলাকাবাসী।
Facebook Comments Box
advertisement

Posted ১৪:৪০ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com