রবিবার ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফের হোয়াইক্যংয়ে ওসমান হত্যার বিচার চেয়ে সড়কে মানববন্ধন

শামসুল আলম শারেক   |   বুধবার, ২২ মে ২০২৪ | প্রিন্ট

টেকনাফের হোয়াইক্যংয়ে ওসমান হত্যার বিচার চেয়ে সড়কে মানববন্ধন
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফের হোয়াইক্যংয়ের ওসমান হত্যার প্রতিবাদ ও হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতনমহল। সোমবার (২০ মে) বিকালে হোয়াইক্যং স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ওসমান হত্যার সাথে  যারা জড়িত তাদের দ্রুত বিচারের মাধ্যমে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। টেকনাফের হোয়াইক্যংয়ে ওসমান হত্যার বিচার চেয়ে সড়কে মানববন্ধন তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রশাসন ও সরকারের প্রতি আকুল আবেদন ওসমান হত্যার বিচার যেন দ্রুত কার্যকর হয়। বালুখালী এলাকার শামসুল আলম এর পুত্র মোহাম্মদ ওসমান কে নির্মমভাবে হত্যা করে স্থানীয় সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা।  গত শুক্রবার ১০মে সকাল ৯ টার দিকে হোয়াইক্যং চেকপোস্ট বালুখালী এলাকায় ছুরিকাহত অবস্থায় পরিত্যক্ত ব্যক্তির লাশ টি  উদ্ধার করে পুলিশ।

ওসমান হত্যার বিচার চেয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বলেন, গত ১০ মে হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট বালুখালি এলাকার শামসুল আলম এর পুত্র মোহাম্মদ ওসমান -এর পরিত্যক্ত মরদেহ ছুরিকাহত অবস্থায় ধান খেতে পাওয়া যায়।

যারা ওসমানকে নির্মমভাবে হত্যা করেছে তদন্তের মাধ্যমে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী, কৃষকলীগ নেতা খোরশেদ আলম, আবু তাহের,নুরুল আমিন, রাশেদুল হক, জিয়াবুল হক সহ স্থানীয় জনতা মানববন্ধনে অংশ নেন। নিহত ওসমানের পিতা শামসুল আলম বলেন, আমার ছোট ছেলে ওসমানকে হোয়াইক্যংয়ের জাফর আলম প্রকাশ ভুলুসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা নির্মমভাবে ছুরি মেরে হত্যা করেছে। সরকার এবং প্রশাসনের প্রতি আমার একটি চাওয়া খুনিদের অতি দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি। ওসমান হত্যার বিচার চেয়ে হোয়াইক্যং স্টেশন চত্বরে বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ জনগণ ও স্থানীয় সচেতন মহল খুনিদের বিচার চেয়ে মানববন্ধন করেন। মানববন্ধন অংশ নেন হাজারো
জনতা।
Facebook Comments Box
advertisement

Posted ১৯:০২ | বুধবার, ২২ মে ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com