শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টিকে থাকার কোনো বার্তা পাচ্ছে না সরকার: রিজভী

  |   মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট

টিকে থাকার কোনো বার্তা পাচ্ছে না সরকার: রিজভী

বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার টিকে থাকতে কোথাও থেকে কোনো বার্তা পাচ্ছে না। মাঝ দরিয়ায় হাবুডুবু খাওয়া অবৈধ সরকার প্রতিদিন ক্রসফায়ারে হত্যা ও গুমের অমানবিক পদ্ধতি অবলম্বন করার পরেও ক্ষুদ্ধ জনসাধারণকে বাগে আনতে ব্যর্থ হচ্ছে।

মঙ্গলবার রাতে গুলশান থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে গ্রেপ্তারের পর জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আবারও জনসমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে এক সরকার চরম অনাচারে লিপ্ত হয়েছে। আজ সন্ধ্যা ৭-২৫ মিনিটে গুলশান থেকে হাবিব উন নবী খান সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেশব্যাপী চলমান পাইকারি মামলা-হামলা-গ্রেপ্তারের ধারাবাহিকতায় হাবিব উন নবী খান সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী মহাজোট সরকার এখন পতনের ভয়ে শঙ্কিত ও আতঙ্কিত।’

‘অবৈধ সরকারের নির্মমতায় জনগণ ফুঁসে উঠেছে। সরকার প্রস্থানপথ খোঁজার জন্যই সারাদেশ নিঃশব্দ করে কারাগারগুলোতে ঠেসে ঢোকানো হচ্ছে বিরোধী নেতাকর্মীদের।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আবারও জনসমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে সরকার চরম অনাচারে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র, চক্রান্ত, জালজালিয়াতি, মিথ্যাচার ইত্যাদি অবলম্বন করেই সরকার আগামী জাতীয় নির্বাচন নিয়ে অশুভ পরিকল্পনা বাস্তবায়নে মেতে উঠেছে। ক্ষমতা হারানোর হতাশার বিকারেই সরকার মারমুখি হয়ে উঠেছে।’

রিজভী বলেন, ‘হাবিব উন নবী খান সোহেল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ছাত্র রাজনীতি শেষ করার পরে সে ক্রমান্বয়ে বর্তমান অবস্থানে থেকে রাজনীতি করছে। একজন সজ্জন, মৃদুভাষী রাজনীতি হওয়ার পরও শুধুমাত্র সক্রিয়ভাবে জাতীয়তাবাদী রাজনীতি ও গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করার জন্য তার বিরুদ্ধে শত শত মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে বিগত কয়েক বছরে। বেশ কিছু মামলায় জামিনের পরে কারাগার থেকে বেরিয়ে আসার পরও গত আট মাসে তার বিরুদ্ধে ৭০ থেকে ৮০টি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে কয়েক দফা তার বাসায় পুলিশ হানা দিয়ে বাড়িঘর তছনছ করে দিয়েছে।’

সোহেলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তার সব মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রিজভী।

Facebook Comments Box
advertisement

Posted ২২:১৪ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com