রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাহাঙ্গীরনগরে দুই ছাত্রকে মারধর-ছিনতাই

  |   সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

জাহাঙ্গীরনগরে দুই ছাত্রকে মারধর-ছিনতাই

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে।

শনিবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের পাশে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগের প্রস্তুতি নিলে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বিষয়টি মীমাংসা করেছেন বলে জানা গেছে।

জানা যায়, শনিবার রাত দশটার দিকে শহীদ রফিক-জব্বার হলের পার্শ্ববর্তী দোকানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার সাগর ও হাসানুল আলম রুবেল (ইংরেজি-৪১তম আবর্তন) বসে চা খাচ্ছিলেন। এসময় মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী সিয়াম আহমেদ রাতুল (জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৩ তম আবর্তন) সাগরকে ধাক্কা দিয়ে পাশে বসে। এ বিষয় নিয়ে তারা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তাদের মধ্যে সমঝোতা হয় এবং ছাত্রলীগ কর্মী রাতুল স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর রাতুল তার হলের ৫-৬ জন শিক্ষার্থীকে মোটরসাইকেলে করে নিয়ে এসে ঐ স্থানে সাগর ও রুবেলকে মারধর করেন। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেন (রসায়ন-৪৪ তম অবর্তন) এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মারধরের সময় তাদের কাছ থেকে একটি মানিব্যাগে থাকা দেড় হাজার টাকা, একটি আইফোন ও একটি হুয়াওয়ে মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন দুই ভুক্তভোগী শিক্ষার্থী।

সাগর অভিযোগ করে বলেন, ‘তারা পরিকল্পিতভাবে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করেছে। আমরা যখন বিকাশ থেকে টাকা উঠাচ্ছিলাম তখন থেকেই রাতুল আমাদের টার্গেট করে রেখেছিল।’

এ বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী রাতুল ও দেলোয়ারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উভয়েরই ফোনই বন্ধ পাওয়া গেছে।

ওই ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও সংশ্লিষ্ট হল প্রভোস্টের কাছে দেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ প্রস্তুত করেন। কিন্তু রবিবার সন্ধ্যা নাগাদ ছাত্রলীগ নেতা-কর্মীদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। সেখানে ছিনতাই হওয়া টাকা ও ফোন ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘দুই ছাত্র আমার কাছে অভিযোগ করেছিল। বিষয়টি এখন প্রাথমিকভাবে মীমাংসা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:৫২ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com