শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের বেড়া ভেঙ্গে গোলার ধান খেয়ে গেল বন্যহাতি

  |   বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট

ঘরের বেড়া ভেঙ্গে গোলার ধান খেয়ে গেল বন্যহাতি

শাহরিয়ার  মিল্টন, শেরপুর  : জেলার ঝিনাইগাতী সীমান্তে আবারও শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব। গত  তিন দিন থেকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা ও দুধনই গ্রামে তাণ্ডবলীলা চালাচ্ছে। দিনে গভীর অরণ্যের আশ্রয়ে থাকলেও রাতে খাদ্যের সন্ধানে নেমে আসছে লোকালয়ে। ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে বন্যহাতির দল।

কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন,  সোমবার (১৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে বন্যহাতির দল উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে নেমে এসে লোকালয়ে হানা দেয়। এইসময় ২৫/৩০টি বন্যহাতির একটি দল ওই গ্রামের আব্দুল মান্নান ও মোশারফ হোসেনের বাড়ির বসতঘরের বেড়া ভেঙ্গে গোলায় রাখা ধান ও চাল খেয়ে সাবাড় করে । তছনছ করে দেয় ঘরের অন্যান্য মালামাল ও আসবাবপত্র।

আতঙ্কে বাড়ির লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। বন্যহাতির দল চলে যাওয়ার সময় মোশারফ হোসেনের প্রায় ২ একর জমিতে রোপিত ড্রাগন ও মালটা বাগানের ক্ষতি সাধন করে। এই ঘটনার পর থেকে এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে।

এদিকে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।  ওইসময় উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ক্ষতিগ্রস্ত
পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া সরকারি সহায়তা প্রদানের ও আশ্বাস দেন তারা।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৪৪ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com