বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরাও চিন্তিত: মির্জা ফখরুল

  |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরাও চিন্তিত: মির্জা ফখরুল

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরা অত্য ন্ত চিন্তিত। কারণ অ্যাডভান্স সেন্টার ছাড়া তার চিকিৎসা করানো সম্ভব না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 

ফখরুল বলেন, ‘গতকাল বিকালে আমি দেশনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা অত্যন্ত চিন্তিত। কারণ তার অনেকগুলো অসুস্থতা আছে। এগুলোর সামগ্রিক যে চিকিৎসা আছে, যেগুলো অ্যাডভান্স সেন্টার ছাড়া এখানে সম্পন্ন হবে না। তারপরও চিকিৎসকরা চেষ্টা করছেন।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলছি- খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আপনারা (সরকার) তো প্রতিহিংসামূলকভাবে মিথ্যা মামলা দিয়ে জোর করে তাকে আটকে রেখেছেন।

 

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি সরকারের কাছে কোনো দয়া চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কথা পরিষ্কার- জামিন খালেদা জিয়ার প্রাপ্য। এই মামলাতে তিনি অবশ্যই জামিন প্রাপ্য। তাকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। এটাই জনগণের দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।

 

খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সময় থেকেই তিনি নির্যাতন ভোগ করছেন।

 

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

 

এর আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৫ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com