বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার রায়ে বিএনপির আন্দোলন ফলপ্রসূ হবে না: শাজাহান খান

  |   শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট

খালেদার রায়ে বিএনপির আন্দোলন ফলপ্রসূ হবে না: শাজাহান খান

২০১৫ সালে পেট্টোল বোমা মেরে জ্বালাও-পোড়াও করে বিএনপি কোনো ফল পায়নি, তেমনি খালেদা জিয়ার রায় নিয়েও বিএনপির আন্দোলন ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের বাদামতলায় অনুভব বহুমুখী সমবায় সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ক্ষমতাশালী ব্যক্তির নামে মামলা হয়েছে, তাদের সাজাও হয়েছে। এতে এসকল দেশের কেউ আন্দোলন করেনি। অথচ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা হলে তারা মেনে নিবে না। বিএনপি মুখে আইনের প্রতি শ্রদ্ধা দেখায়। তারা আইনের শাসন চায়। কিন্তু আইন যদি তাদের বিপক্ষে যায় তাইলে সেটা মানবে না, এটা হতে পারে না।

খালেদা জিয়ার রায় নিয়ে বিএনপির আন্দোলনের ঝড় যদি পেট্টোল বোমা মেরে গণহত্যা হয়, তাইলে এই ঝড় বাংলার জনগণ রুখে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অনুভব বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, সাবেক পৌর মেয়র নুর-ই-আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০০ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com