রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কবি আল মাহমুদের জলবেশ্যা গল্পের নায়িকা ঋতুপর্ণা

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

rituparna sengupta

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ছোট গল্প জলবেশ্যা। এটি অবলম্বনে পশ্চিম বাংলায় নির্মিত হয়েছে চলচ্চিত্র টান। ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন টালিগঞ্জের নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সব কিছু ঠিক থাকলে আসছে জানুয়ারিতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

অন্ধকার জগতের নারীদের জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। কাহিনীর শুরুতে দেখা যাবে, ‘একজন ফটোগ্রাফার মুম্বাই থেকে সুন্দরবনে আসেন ছবি তুলতে। কিন্তু হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ফটোগ্রাফারকে খুঁজতে মুম্বাই থেকে আসেন তার বন্ধু। ঘটনাচক্রে সে ঢুকে পড়ে জলবেশ্যাদের ডেরায়। ডেরায় এসে সে জানতে পারে, তার ফটোগ্রাফার বন্ধুটির সাথে এক জলবেশ্যার সম্পর্ক তৈরি হয়েছে। এভাবেই একে একে বন্ধু হারানোর রহস্যের জট খুলতে থাকে।

ছবিটি পরিচালনা করেছেন মুকুল রায়। তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক আল মাহমুদের ছোটগল্প জলবেশ্যা পড়েছিলাম অনেক আগে। এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও তখনই নেয়া। কিন্তু সময় সুযোগ মেলাতে কিছুটা দেরি হয়েছে। তবে দর্শক এর মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা অর্জন করবে। এর আগে এ ধরনের বিষয়বস্তু নিয়ে কোনো বাংলা চলচ্চিত্র নির্মিত হয়নি। এতে ঋতুপর্ণা বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন। তাই ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ নির্মাণ সূত্র জানায়, ছবির গল্পের প্রয়োজনে কলকাতার বাইপাসের পাশে নদীর কিনারে জলবেশ্যাদের ভাসমান পতিতাপল্লী তৈরি করা হয়। সৈখানেই ছবির বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে। তা ছাড়া সুন্দরবনে কিছু অংশেও ছবির দৃশ্যধারণ হয়েছে। এতে ঋতুপর্ণা ছাড়াও আরো অভিনয় করেছেন, দেবলীনা চক্রবর্তী, রাজেশ শর্মাসহ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০০:৫৬ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com