সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন অব্যাহত রাখতে আ’লীগকে বিজয়ী করতে হবে

  |   বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

উন্নয়ন অব্যাহত রাখতে আ’লীগকে বিজয়ী করতে হবে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে। আন্তর্জাতিক ভাবে আমাদের ভাষার স্বীকৃতি দিয়েছে। জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি দেশ হিসেবে পরিচিত করতে সমর্থ হয়েছে।

বুধবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শেখ হাসিনার সরকার আগামী একশত বছরের কর্মসূচী হাতে নিয়েছে। আমরা প্রত্যেকটি গ্রামকে শহরে রুপান্তরিত করতে চাই। সে জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল এবং ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে। বর্তমানে বিশ্বের ১১টি দেশ উন্নত দেশে পরিণত হওয়ার প্রতিযোগিতায় রয়েছে-তার মধ্যে বাংলাদেশ একটি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশের একটি রোল মডেল।

এর আগে শেখ সেলিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, এফবিসিসিআই-র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সফিকুল আলম কাকন, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিটু, হাসমত আলী সিকদার চুন্নু, সিকদার নজরুল ইসলাম, মোক্তার হোসেন, ইলিয়াস হোসেন, জিএম সাহবুদ্দিন আজম প্রমূখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৫ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com