| শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আহত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বিকাল ৫টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। ব্যারিস্টার মাহাবুবসহ আহতদের নোয়াখালী জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, বিকেলে থেকে শান্তিপূর্ণভাবে হাজার হাজার নেতাকর্মীসহ গণসংযোগ করছিলেন মাহবুব উদ্দিন খোকন। একটি মিছিল নিয়ে সোনাইমুড়ি বাজারে পৌঁছালে আওয়ামী লীগ ও যুবলীগ যৌথভাবে তাদের উপর হামলা চালায়।
পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হন। এছাড়া উপজেলা বিএনপির নেতা ইকবাল হোসেন রুবেল, মো. সোহেল উপজেলা যুবদলের নেতা আলাউদ্দীনও গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কী না আমাদের জানা নেই।
এই ঘটনায় সোনাইমুড়িসহ গোটা নোয়াখালীতে থমথমে অবস্থা বিরাজ করছে।
Posted ২১:৩১ | শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain