শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন ছাড়া সামনে কোনো পথ নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট

আন্দোলন ছাড়া সামনে কোনো পথ নেই: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আন্দোলন ছাড়া সামনে কোনো পথ খোলা নেই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে পারব এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হব।’

জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে একটাই পথ খোলা সেটা হচ্ছে আন্দোলন, আন্দোলন, আন্দোলন; দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন বসে থাকার সময় নেই, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আমরা সবসময় বলে আসছি এই আন্দোলন এই সংগ্রাম শুধু বিএনপির সংগ্রাম নয়, বিশিষ্ট কোন দলের সংগ্রাম নয়, এটা সমগ্র দেশের জনগণের সংগ্রাম।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে একের পর এক বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। তারা আইন করে নিয়েছে, দামবৃদ্ধি করার জন্য যে শুনানি করতো, এখন আর সেটার দরকার হবে না। একটি প্রশাসনিক নির্দেশ দিয়েই দাম বাড়ানো হবে। দাম বাড়িয়ে চলছে। তাদের তো গায়ে লাগে না, তাদের তো বিদ্যুতের দাম দিতে হয় না, সরকারি খরচে, জনগণের খরচে তাদের এসি চলে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সঙ্গে সঙ্গে শিল্প কারখানার উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এই সরকার আমাদের সমস্ত কিছুকে বিনষ্ট করে দিয়েছে, আমাদের সকল ইতিহাস, ঐতিহ্য সবকিছু নষ্ট করে দিয়েছে। ১৯৭১ সালে যে যুদ্ধ আমরা করেছিলাম সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। সত্যিকার অর্থে একটি মুক্ত সমাজ, মুক্ত রাষ্ট্র, মুক্ত একটি পরিবেশ নিয়ে বাস করার জন্য। আজকে সমস্ত কিছু অস্বীকার করে শুধুমাত্র একটি দল, একটি পরিবার এবং শুধুমাত্র একজন ব্যক্তির কথা উচ্চারিত হয়।’

‘আজকে আওয়ামী লীগ জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। ১৯৭১ সালের যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব, সে আকাঙ্ক্ষার স্বপ্নকে তারা ধুলিস্যাৎ করে দিয়েছে।’-বলেন ফখরুল।

জাতীয় পতাকা উত্তোলনের স্মৃতিচারণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি অসম আব্দুর রব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জুনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৭ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com